শুভ নববর্ষ ২০১৯: ইংরেজি নববর্ষ বরণের নানা বর্ণিল বিবরণ



Happy New Year

বহুবর্ণিল আতশবাজি আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারই  ইংরেজি নববর্ষকে স্বাগতজানায় বিশ্ববাসী। পুরনো স্মৃতির ভাণ্ডারে জমা অতীতের গ্লানিভুলে নতুন উদ্দীপনা আর উদ্যম নিয়ে নবাগত আগামীকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশ নিজ নিজ ঐতিহ্যের ঢালায় বরণ করে করে নতুনবছরকে।
আরমাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই বিশ্ব বিদায় জানাবে ২০১৮ সালকে আর বরণ করে নিবে ২০১৯ সালকে।  কিন্তুবিশ্বের সব দেশে নতুনবছর একই সময়ে বরণ করবে না। বরং ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে বরণ হবে ইংরেজি নববর্ষকে।

২০১৯ শিক্ষাবর্ষে স্কুল শাখায় ভর্তি বিজ্ঞপ্তি : অনলাইনে আবেদন করার নিয়ম

ভর্তি বিজ্ঞপ্তি

অনলাইনে আবেদন-এর লিংক

০১/১২/২০১৮ তারিখ থেকে ১২/১২/২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।



৩০/১১/২০১৮ তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো এবং কলেজ ওয়েবসাইটে ভর্তি  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



কলেজ ওয়েবসাইট:  www.abdurroufcollege.ac.bd



আবেদন করতে চাইলে ক্লিক করুন:

০১/১২/২০১৮ তারিখ থেকে ১২/১২/২০১৮ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


পত্রিকার বিজ্ঞপ্তি
*পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে সংশোধনী আছে। অনুগ্রহ করে কলেজ ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুসরণ করুন।

অনলাইনে আবেদন করার জন্য



আমাদের শিক্ষা, আমাদের শিক্ষক

ফারুক সুমন
কবি, প্রাবন্ধিক
প্রভাষক, বাংলা বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা



পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন ব্যক্তিকে মূল্যায়ন করা হয় অর্থ, ক্ষমতা এবং পদবির মানদণ্ডে। আপনি যতো বেশি অর্থের মালিক কিংবা আপনি যতো বড় পদবিধারী হবেন, সমাজে আপনার সম্মান এবং গ্রহনযোগ্যতা ততো বেশি। সেই বিবেচনায় আমদের দেশে শিক্ষকদের অবস্থান কতটা সম্মানজনক অবস্থায় আছে সহজেই অনুমান করা যেতে পারে। দাবী করা হয়, বিশ্ব এখন সভ্যতার চরম উৎকর্ষের সীমানায় অবস্থান করছে। হ্যাঁ, সভ্যতা যদি হয় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, তবে হয়তো ঠিক আছে। কিন্তু এই সভ্য সমাজে মানবতা কিংবা মূল্যবোধের বিবেচনায় মানবিক বিশ্ব সেভাবে উন্নতি লাভ করে নি। যদি তেমনটি হতো, তবে সভ্যতা বিনির্মাণে যে শিক্ষকেরা শিক্ষার আলো জ্বেলেছেন। তাদের নিয়ে অন্তত এদেশে বছর জুড়ে লাঞ্চনা বঞ্চনার অশ্রুসিক্ত ইতিহাস লিখতে হতো না। প্রাথমিক থেকে শুরু করে প্রত্যেক স্তরের শিক্ষকের মনে অসন্তোষ, হতাশা। এই অসন্তোষ কিংবা হতাশা নিয়ে আর যা- হোক মানসম্মত শিক্ষা (কোয়ালিটি এডুকেশন) নিশ্চিত হবে না।

নাইট শিফট


মোঃ হামিদুর রহমান শাওন
এসএসসি : ১৯৯৮
এইচএসসি : ২০০০

১৯৯৫ সালের কথা। ঢাকা শহরের নামকরা একটা স্কুলে পড়ি। অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উঠব, বাধে বিপত্তি। পড়ালেখার সময়ে দুষ্টামি-অলসতা আর গ্রহ-নক্ষত্র বিচরণ করতে করতে মেধার চূড়ান্ত পরিণাম- অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় অংকে বেজায় খারাপ করি। বাবা-মার অনুরোধে হয়ত বিদ্যালয়ের শিক্ষকরা আমাকে নবম শ্রেণীতে উন্নীত করত, কিন্তু বাবা-মার পচ্ছন্দের বিষয় বিজ্ঞান শাখায় পড়তে পারব না। মেধা থাকুক আর নাই থাকুক ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়া নিয়ে কথা আর যেটার শুরু কিনা নবম শ্রেণীতে উঠলেই সাইন্স পড়তে হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্রছাত্রীরা ঐ ছাই-কলা-বাণিজ্য বুঝার আগেই অভিভাবকরা কোন একটা বিষয় চাপিয়ে দেয় আর শিক্ষার্থীরাও তাতে চলতে থাকে। যা হোক বর্তমান স্কুলে যেহেতু সাইন্স পাচ্ছি না তাহলে খোঁজ- দ্যা সার্চ। ঢাকায় কোন স্কুলে তখনও ভর্তি পরীক্ষার ফর্ম পাওয়া যাচ্ছে? মায়ের অনেক টেনশন, বাবার মটর সাইকেলের এক গাদা পেট্রোল পুড়িয়ে আর আমার আরামের কয়েকদিন ঘুম হারাম করে খোঁজ পাওয়া গেল- বাংলাদেশ রাইফেলস স্কুলে ভর্তি পরীক্ষার ফর্ম জমা দেয়ার এক-দুই দিন বাকি আছে। রাইফেলস পাবলিক স্কুল খুব ভাল শিক্ষা প্রতিষ্ঠান, ছেলে একবার সুযোগ পেলে খুব ভাল করবে। বাবা আমার খুশিতে আত্মহারা হয়ে দুর্ভাগ্যজনকভাবে আমার জীবনের সবচেয়ে সৌভাগ্যতম কাজটা করে ফেললেন ; পাবলিক স্কুলের ফরম তো আনেই নাই, এমনকি বাংলদেশ রাইফেলস নামে যে আরেকটা স্কুল আছে সেটারও দিবা শাখার ফরম আনে নাই, আনসে নৈশ শাখা মানে নাইট শিফটের!!

রউফিয়ানদের ফানি ভিডিও




মাইরের উপ্রে কোনো পানি পড়া হয় না Roufians Kid's Funny acting


শিক্ষক-শিক্ষার্থী সবাই মিলে মাস্তি, নাচা-গানা 



ইকবাল খান স্যারের মজার সঙ্গীত পরিবেশনা: Khan's Fun






আসাদ স্যার ও মাহমুদ স্যারের মজার কাণ্ড

গল্প: সমীকরণ



লেখক:  জন রাসেল




আমজাদ সাহেবের প্রচুর টাকা আছে। এই টাকার পরিমানটা ঠিক কত তা তিনি জানেন না, জানার কোন দরকারও মনে করেন না। ক’দিন ধরে তার মনে হচ্ছে, বেঁচে থাকার জন্য এত টাকার কোন দরকার নেই। বেঁচে থাকার জন্য একজন মানুষের যতটুকু দরকার ততটুকুই থাকা উচিত। বাড়তি কিছু যদি তাঁর কাছে থাকে এর মানে হল সেটা অন্যজনের অংশ। কারো কাছে বাড়তি আছে মানে অন্যের কাছ থেকেই সেটা মাইনাস করা হয়েছে। একজনের যতটুকু প্রাচুর্য্য আরেকজনের ততটুকুই ঘাটতি।

আমজাদ সাহেব কিছু টাকা খরচ করার সিন্ধান্ত নিয়েছেন। কিভাবে খরচ করবেন তা বুঝতে পারছেন না। দেশে বিদেশে ঘোরা যায় ইচ্ছা করলে। ঘোরাঘুরি তার ভালো লাগেনা। একবার আমেরিকার ডিজনিল্যান্ডে গিয়েছিলেন। সেখানে গিয়ে তার স্ত্রী খুব মুগ্ধ হলেও তিনি নিজে মুগ্ধ হতে পারেননি, পারার চেষ্টাও করেন নি। আরেকবার গেলেন কক্সবাজার। সেখানে নোংরা সি-বীচ দেখে তার বমি এসে গেল। তিনি দু’টি বমির ট্যাবলেট খেয়ে বাসায় চলে এলেন। সুতরাং এইসব বাদ। তিনি চাচ্ছেন টাকাটা এমনভাবে খরচ করবেন যাতে করে কিছুটা মানসিক আনন্দ পাওয়া যাবে।

গতকাল অফিস থেকে বের হবার সময় তার মাথায় একটা আইডিয়া এসেছে টাকা খরচ করার। প্রতি সপ্তাহে বৃহ¯পতিবার তিনি এমন একজন করে ব্যক্তির ইন্টারভিউ নেবেন যে খুব অদ্ভুত ক্যারেক্টারের।

বিনিময়ে এদেরকে দশ হাজার করে টাকা দিয়ে দেবেন। অদ্ভুত ক্যারেক্টারের লোকেদের সাথে কথা বলে কিছুটা মজা পাওয়া যেতে পারে। যদিও এদের যোগাড় করাটা ঝামেলার। কে অদ্ভুত ক্যারেক্টারের সেটা আগে থেকে বুঝা সম্ভব না। দূর থেকে যাদের অদ্ভুত ক্যারেক্টারের মনে হয় সামনে গেলে দেখা যায় এরা অধিকাংশই বদ্ধ পাগল।

নবাগত রউফিয়ানদের জন্য সুখবর





রউফ কলেজ-এর বিভিন্ন ক্লাব কার্যক্রমে সক্রিয় সদস্য হিসেবে কাজ করার জন্য নবাগত রউফিয়ানদেরকে সদস্য ফরম পূরণ করে ভর্তি হওয়ার জন্য আহ্‌বান জানিয়েছে ডিবেটিং ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সাইন্স ক্লাব, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবসমূহ। 


আগ্রহী শিক্ষার্থীরা  কলেজ অডিটোরিয়াম-এর নীচ তলায় শিক্ষক লাউঞ্জ-এর মূল গেট সংলগ্ন ডেস্ক থেকে সদস্য ফরম সংগ্রহ করে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ইচ্ছুক ক্লাবের মেম্বার হতে পারবে। 

ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (DCRC), সাইন্স ক্লাব অব রউফ কলেজ (SCRC), সাংস্কৃতিক ক্লাব অব রউফ কলেজ (CCRC), ফটোগ্রাফি ক্লাব অব রউফ কলেজ (PCRC) এর বর্তমান কর্মীরা নবাগতদের সদস্য হওয়ার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করছে।

একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীরা ছাড়াও স্কুল শাখার আগ্রহীরাও জুনিয়র টিমে সদস্য হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং সদস্য হওয়ার সকল প্রকার সহযোগিতা পাওয়া যাবে কলেজ অডিটোরিয়াম-এর নীচ তলায় শিক্ষক লাউঞ্জ-এর মূল গেট সংলগ্ন বিভিন্ন ক্লাবের সদস্য সংগ্রহ ডেস্ক থেকে। 


ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (DCRC)

ক্যাম্পাস ফিচার

ভিডিও ................................

শিশুদের ক্লাসরুম



খেলা খেলা



ছড়া পড়া