নবাগত রউফিয়ানদের জন্য সুখবর





রউফ কলেজ-এর বিভিন্ন ক্লাব কার্যক্রমে সক্রিয় সদস্য হিসেবে কাজ করার জন্য নবাগত রউফিয়ানদেরকে সদস্য ফরম পূরণ করে ভর্তি হওয়ার জন্য আহ্‌বান জানিয়েছে ডিবেটিং ক্লাব, সাংস্কৃতিক ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, সাইন্স ক্লাব, কম্পিউটার প্রোগ্রামিং ক্লাবসমূহ। 


আগ্রহী শিক্ষার্থীরা  কলেজ অডিটোরিয়াম-এর নীচ তলায় শিক্ষক লাউঞ্জ-এর মূল গেট সংলগ্ন ডেস্ক থেকে সদস্য ফরম সংগ্রহ করে যথাযথ নিয়মকানুন অনুসরণ করে ইচ্ছুক ক্লাবের মেম্বার হতে পারবে। 

ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (DCRC), সাইন্স ক্লাব অব রউফ কলেজ (SCRC), সাংস্কৃতিক ক্লাব অব রউফ কলেজ (CCRC), ফটোগ্রাফি ক্লাব অব রউফ কলেজ (PCRC) এর বর্তমান কর্মীরা নবাগতদের সদস্য হওয়ার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করছে।

একাদশ শ্রেণিতে নবাগত শিক্ষার্থীরা ছাড়াও স্কুল শাখার আগ্রহীরাও জুনিয়র টিমে সদস্য হতে পারবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং সদস্য হওয়ার সকল প্রকার সহযোগিতা পাওয়া যাবে কলেজ অডিটোরিয়াম-এর নীচ তলায় শিক্ষক লাউঞ্জ-এর মূল গেট সংলগ্ন বিভিন্ন ক্লাবের সদস্য সংগ্রহ ডেস্ক থেকে। 


ডিবেটিং ক্লাব অব রউফ কলেজ (DCRC)





সাইন্স ক্লাব অব রউফ কলেজ (SCRC)





ফটোগ্রাফি ক্লাব অব রউফ কলেজ (PCRC)




 সাংস্কৃতিক ক্লাব অব রউফ কলেজ (CCRC)


................................................................

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন