আমাদের কথা

বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পিলখানায় অবস্থিত ফৌজি সংস্থা বাংলাদেশ রাইফেল্স-এর পরিচালনায় একটা শিক্ষা প্রতিষ্ঠান রাইফেলস উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ রাইফেল্স স্কুল, আরো পরে বাংলাদেশ রাইফেল্স স্কুল ও কলেজ, কিংবা বাংলাদেশ রাইফেলস কলেজ-ই পরবর্তীতে এই বাহিনীর কৃতী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ-এর নামে নামধারণ করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেল্স কলেজ। বলাই বাহুল্য, দেশের সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত এই সংস্থাটির নাম বদলে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ হওয়ার পর আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির নাম শেষবারের মতো বদলে দাঁড়ায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। অনেক সময় শর্ট ফর্মে শুধুই রউফ কলেজ বলে চিহ্নিত করা হয় এ প্রতিষ্ঠানকে। এই রউফ কলেজ ঘিরেই আজকের রউফিয়ান জেনারেশন;এক সময় যারা ছিল রাইফেলস বা এক্স-রাইফেলস।  আজকে দিনে বলা হয় রউফিয়ানস এবং এক্স-রউফিয়ানস। রাইফেল্স থেকে রউফিয়ানস হওয়ার ইতিহাস মূলত এতোটুকুই।

রউফিয়ানস এখন পিলখানা বা ঢাকা শহর কিংবা দেশের সীমানা ছাড়িয়ে মহাদেশে মহাদেশে এমনকি মহাবিশ্বেও ছড়িয়ে পড়েছে।   ডিবেটে, সায়েন্স ক্লাবে, বিএনসিসি-তে, পাবলিক পরীক্ষায়, টুইটার-ফেসবুক গ্রুপে, পেজ-এ, টি-শার্টে ; রউফিয়ানস আজকের আবেগ, অনুভূতি, প্রেম, ঈর্ষা ... সব।
তাদের ভাললাগা, মন্দলাগা, কাতরতা-আস্ফালন আর স্বপ্নচর্যা-বুনন-বৃত্তান্ত তো আসলে তাদের হৃদস্পন্দনের অনুবাদ হয়েই দৃশ্যমান হয় পাদপ্রদীপের আলোয়। হয়তো তাই রউফিয়ানস রিদম


প্রতিবছর ঢাকার একুশে বইমেলায় রউফিয়ানস রিদম নামে বাংলা ভাষায় একটি ম্যাগাজিন বের হয়ে থাকে। সেখানেও রউফিয়ানদের প্রাণের মেলা জেগে উঠে। রউফিয়ানদের খবরাখবর, সম্প্রীতি আর সৃজনশীলতাকে  কেন্দ্র করেই এ সাইট। এ সাইটে রউফিয়ানস রিদম-এর প্রকাশনা, সাবেক বর্তমান রউফিয়ানদের খবরাখবর, কৃতিত্ব, লেখালেখি, আঁকাআঁকি, সৃজন, নির্মান সব স্থান পাবে। আরো থাকবে রউফ কলেজ ক্যাম্পাসের খবর ও স্মৃতিচারণ। আমরা আশা করি রউফিয়ানদের ভালবাসায় এ সাইট ভরে উঠবে। তাদের অংশগ্রহণে ও হাতের ছোঁয়ায় সমৃদ্ধ হবে এ সাইট আর সকল মানুষকেই সম্প্রীতি, ভালবাসা, আনন্দ-বিনোদন, জ্ঞান ও তথ্যে আকৃষ্ট করবে। ওয়েলকাম সকলকে।



এ সাইট উন্নয়নে আগ্রহীদেরকে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করার জন্য আমন্ত্রণ রইল। লেখা, ছবি, ভিডিও, অ্যাপস, টিউটোরিয়াল বা যে কোন সৃজনশীল কনটেন্ট পাঠাতে পারেন যে কেউ।

ইমইেল: roufiansrhythm@gmail.com




ঘোষণা: এ সাইট কোনোভাবেই  বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ -এর অফিসিয়াল বা কোনো বিভাগ বা কোনো ক্লাব অথবা কোনো দপ্তরের সাইট নয়। 
স্বতন্ত্র উদ্যোগে পরিচালিত ব্লগস্পট সাইট রউফিয়ানস রিদম www.roufians.com-এর 
অ্যাডমিন: Roufiansrhythm এবং HappyNILsky    ইমইেল: roufiansrhythm@gmail.com


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন