২০২০ সনের জন্য স্কুল শাখার ভর্তি পরীক্ষার ফলাফল

২০২০ সনের জন্য স্কুল শাখায় বিভিন্ন শ্রেণিতে গৃহীত ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে । ফলাফল জানতে নিচের লিংকে ক্লিক করুন

ভর্তি পরীক্ষার ফলাফল জানতে  এখানে ক্লিক করুন






বীরশ্রেষ্ঠমুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ বর্ডার গার্ড বাংলাদেশ-এর সদর দপ্তর পিলখানায় সুনিবিড়, শান্ত ও মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একটি সুশৃঙ্খল ও অনন্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বাংলা  এবং ইংরেজি মাধ্যমে শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। শিক্ষক-শিক্ষিকাগণ সকলে অত্যন্ত মেধাবী এবং যোগ্যতাসম্পন্ন। প্রতিষ্ঠানের নীতি নির্ধারক ও পরিচালণা পর্ষদে আছেন বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালকসহ উচ্চ পদস্থ কর্মকর্তাগণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় শিক্ষানীতির সকল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষা মন্ত্রনালয় ও‍ শিক্ষা বোর্ডের অধীনে যথাযথ কারিকুলাম, বইপত্র, ডিজিটাল পদ্ধতি এবং শিক্ষা উপকরণ ব্যবহার নিশ্চিত করা হয়ে থাকে।






সহশিক্ষামুলক কর্মসূচি বাস্তবায়নে বিএনসিসি, স্কাউট, গাইড, বিতর্ক ক্লাব, সাহিত্য-সাংস্কৃতিক ক্লাব, ক্রীড়া, বিজ্ঞান, ফটোগ্রাফিক ক্লাবসহ রয়েছে সব ধরনের সহ-পাঠক্রমিক উদ্যোগ ও ব্যবস্থাপনা। পিলখানার অভ্যন্তরে পরিবহন সুবিধাসহ দূরবর্তী শিক্ষার্থীদের জন্য সুলভে প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থা আছে। 



ভর্তি পরীক্ষার ফলাফল জানতে  এখানে ক্লিক করুন


১০/১২/২০২০ তারিখে প্রকাশিত ফলাফল  ও ভর্তি সংক্রান্ত নোটিশ বিজিব  সদর দপ্তরের সকল গেটে  টানিয়ে দেওয়া হয়েছে। কলেজ অফিস ও কলে জ ওয়েবসাইট  থেকেও ফলাফল জানতে পারবেন। কলেজ ওয়েব সাইট: https://www.abdurroufcollege.ac.bd



ভর্তি পরীক্ষার ফলাফল জানতে  এখানে ক্লিক করুন


২০২০ শিক্ষাবর্ষে স্কুল শাখায় ভর্তি: অনলাইনে আবেদন করার নিয়মাবলী

অনলাইনে আবেদন-এর লিংক

০১/১১/২০১৯ তারিখ থেকে ৩০/১১/২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।


রাজধানী ঢাকার অন্যতম সেরা প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এর স্কুল শাখায়  বাংলা ও ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ০১/১১/২০১৯ তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকা, ০২/১১/২০১৯ তারিখের বাংলাদেশ প্রতিদিন পত্রিকা, কলেজ ওয়েবসাইট ও কলেজের নোটিশ বোর্ড থেকে এ বিজ্ঞপ্তি পাওয়া যাবে। কলেজ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে  ভর্তির জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 
আবেদন করার বিস্তারিত নিয়মাবলী জানতে এখানে ক্লিক করুন:

আবেদনের নিয়মাবলী



ভর্তি বিজ্ঞপ্তি



০১/১১/২০১৯ তারিখে প্রকাশিত দৈনিক প্রথম আলো এবং কলেজ ওয়েবসাইটে ভর্তি  বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।



কলেজ ওয়েবসাইট:  www.abdurroufcollege.ac.bd



আবেদন করতে চাইলে ক্লিক করুন:

০১/১১/২০১৯ তারিখ থেকে ৩০/১১/২০১৯ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে আবেদন করার জন্য






স্মৃতির পাতার অপরাধগুলোও রঙিন


শেরিফ আল সায়ার
এসএসসি ব্যাচ-২০০২
ইনচার্জ, গবেষণা বিভাগ, বাংলা ট্রিবিউন

BMARPC


লেখাটা শুরু করা নিয়ে বিপাকে পড়ে গেলাম। স্কুল জীবনের একগাদা স্মৃতি একাট্টা করার উপায় কি হতে পারে? স্কুল জীবনটা পার করে এসেছি ২০০২ সালে। পনের বছরের বেশি সময় পার করার পর যখন ওই জীবনের দিকে তাকাই তখন ঝাপসা ঝাপসা কিছু প্রলেপ স্মৃতির জানালায় দেখা যায়। 
বিচ্ছিন্ন কত্ত ঘটনা। কান ধরে দাঁড়িয়ে থাকার ঘটনা, কোনো স্যারের বেতের বাড়ি পাছায় খাওয়ার ঘটনা, পড়া না পারলে অপমান অপবাদের ঘটনাসহ আরও কত কি। 
এগুলো ঝাপসা হয়ে গেছে। কিন্তু তখন মনে হয়েছিল এই জীবনে কখনও ভুলবো না -‘ওমুক’ স্যার আমাকে নির্দয়ভাবে মেরেছে। কতো ক্ষোভ, কত অভিযোগের ঝোলা নিয়ে বের হয়ে এসেছি। কিন্তু এখন সেই ঝোলাটা কোথায়? কোথায় হারালো? ভাবছিলাম অভিযোগ করে কতো কি লিখে ফেলতে পারবো। কিন্তু ওসব এখন আর মনে নেই। 
তবে প্রশ্ন হলো মনে আছেটা কি? অনেক কিছুই তো দগদগে তকতকে করে জ্বলে ওঠে। বিয়ের পর আমার বউকে একদিন প্রশ্ন করেছিলাম, তুমি কখনও স্কুল পালিয়েছিলে? আমার বউ অবাক হয়ে বলে উঠলো, স্কুলে বদমাশরা পালায়।

২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল জেনে নিন



২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ফলাফল জেনে নিন নিচের বাটনে ক্লিক করে



নোটিশ:  ০৫/০৬/২০১৯ ইং তারিখ পর্যন্ত শুধুমাত্র পছন্দক্রম পরিবর্তন করা যাবে।



২০১৯-২০২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নির্দেশিকা

বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি


ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর,

ময়মনসিংহ এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড

সাধারণ নির্দেশনা


► গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইল SMS এর মাধ্যমে আবেদন করা যাবে।

► ১২ মে হতে ২৩ মে, ২০১৯ তারিখের মধ্যে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ইন্টারনেট অথবা মোবাইল ঝগঝ অথবা উভয় পদ্ধতিতে আবেদন করা যাবে।

► ভর্তি সংক্রাস্ত সকল কার্যক্রমের সময়সূচি, ভর্তি নির্দেশিকা, আবেদনের নিয়মাবলী এবং ফলাফল নির্ধারিত ওয়েবসাইট www.xiclassadmission.gov.bd এবং স্ব স্ব বোর্ডের ওয়েবসাইট থেকেও জানা যাবে।

► এই ভর্তি নির্দেশিকার যে কোনো ধারা/নিয়মাবলীর সংশোধন, সংযোজন বা বাতিল করার অধিকার শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

► ইন্টারনেটে সর্বোচ্চ ১০টি কলেজ/মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আবেদনের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) আবেদন ফি প্রযোজ্য হবে। ঝগঝএর মাধ্যমে আবেদনের ক্ষেত্রে প্রতি আবেদনের জন্য ১২০/- (একশত বিশ টাকা) আবেদন ফি প্রযোজ্য হবে। ইন্টানেটের মাধ্যমে আবেদনের জন্য টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/গ্রামীণফোন-এর মাধ্যমে ১৫০/- টাকা প্রদান করতে হবে। SMS এ আবেদনের জন্য শুধুমাত্র টেলিটক মোবাইলের মাধ্যমে ১২০/- টাকা প্রদান করতে হবে।

► ইন্টারনেট এবং SMS উভয় পদ্ধতি মিলে সর্বোচ্চ ১০টি প্রতিষ্ঠানে আবেদন করা যাবে তবে- একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে। তবে SMS-এ সর্বোচ্চ ৫টি আবেদন করা যাবে। উদাহরণস্বরূপঃ কোন আবেদনকারী SMS-এ মাধ্যমে ১ম বার ৫ (পাঁচ) টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে আবেদন করেছে; পরবর্তীতে সে প্রয়োজনে ইন্টারনেটের মাধ্যমে আরও ৫(পাঁচ) টি কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে।

► ইন্টারনেটে/ঝগঝ আবেদনে শিক্ষার্থীর কোনো তথ্য অসত্য, ভুল বা অসস্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/চূড়ান্ত ভর্তি বাতিল করার অধিকার শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

► প্রথমবার আবেদনের সময় (ইন্টারনেট/ঝগঝ উভয় ক্ষেত্রেই প্রযোজ্য) শিক্ষার্থীকে একটি মোবাইল নম্বর দিতে হবে, যেটি শিক্ষার্থীর Contact Number হিসেবে বিবেচিত হবে। Contact Number টি শিক্ষার্থীর জন্য অতীব গুরত্বপূর্ণ কেননা পরবর্তীতে শিক্ষার্থীর সকল যোগাযোগ ও আবেদনের জন্য কিংবা ইন্টারনেট এর মাধ্যমে আবেদন সংশোধনের জন্য এই Contact Number টির প্রয়োজন হবে।

► প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় শিক্ষার্থী যে Contact Number প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করতে হবে। এটি অত্যন্ত

গুরুত্বপূর্ণ। ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে। এই নম্বরের বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হওয়া অত্যাবশ্যক। অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বরর প্রদান করতে হবে এবং তাঁর (যাঁর জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করছেন) সাথে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করতে হবে । ভর্তির সময় পূরণকৃত জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই করা হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর (অভিভাবকের) পূরণ করা থাকলে ভর্তি প্রক্রিয়া সহজতর হবে।



রউফ কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবিলিক কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। রউফ কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে হবে। যে কোনো কলেজে ভর্তির জন্য আবেদনের বিস্তারিত নিয়মাবলী জানতে নীচের বাটনে ক্লিক করুন। 



রউফ কলেজে ভর্তির জন্য নিচের লিংকে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন।


বোর্ড নিয়মে অনলাইনে আবেদন করতে হবে তবে রউফ কলেজে আবেদন নিশ্চিত করতে হলে নিচের ছকে প্রদর্শিত বিভাগওয়ারি ন্যূনতম জিপিএ থাকতে হবে প্রার্থীদের।