শুভ নববর্ষ ২০১৯: ইংরেজি নববর্ষ বরণের নানা বর্ণিল বিবরণ



Happy New Year

বহুবর্ণিল আতশবাজি আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিবারই  ইংরেজি নববর্ষকে স্বাগতজানায় বিশ্ববাসী। পুরনো স্মৃতির ভাণ্ডারে জমা অতীতের গ্লানিভুলে নতুন উদ্দীপনা আর উদ্যম নিয়ে নবাগত আগামীকে বরণ করে নিতে বিশ্বের বিভিন্ন দেশ নিজ নিজ ঐতিহ্যের ঢালায় বরণ করে করে নতুনবছরকে।
আরমাত্র কয়েক ঘণ্টা বাকি। এরপরই বিশ্ব বিদায় জানাবে ২০১৮ সালকে আর বরণ করে নিবে ২০১৯ সালকে।  কিন্তুবিশ্বের সব দেশে নতুনবছর একই সময়ে বরণ করবে না। বরং ভিন্ন ভিন্ন দেশে আলাদা আলাদা সময়ে বরণ হবে ইংরেজি নববর্ষকে।