বাংলাদেশের শিক্ষা ও শিক্ষক




আধুনিক বিশ্ব ব্যবস্থায় বাংলাদেশের শিক্ষা পরিস্থিতির বর্তমান গতি-প্রকৃতি কোনদিকে প্রবহমান?

 বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো কেবলই কি জঙ্গি তৈরির কারখানা? এখান থেকে পাস করা গ্র্যাজুয়েটদের একটা বড় অংশ দুর্নীতি, বিদেশে অর্থপাচার, ব্যাংকের হাজার হাজার কোটি টাকা লুটপাটের সঙ্গে জড়িত নয় কি? টেন্ডারবাজি, চাঁদাবাজি, হল দখল, ভাঙচুর, অগ্নিসংযোগ, ছাত্রী নিপীড়ন, শিক্ষক লাঞ্ছনার সঙ্গেযারা জড়িত তাদের সিংহভাগই শিক্ষার্থী এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তাহলে আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো ঘাতক চাঁদাবাজ হওয়ার প্রশিক্ষণ ক্ষেত্র? এই পরিস্থিতি থেকে আমাদের অবশ্যই পরিত্রাণ পেতে হবে
শিক্ষকরাই সমাজের অভিভাবক পথ তাঁদেরই দেখাতে হবে নতুন দিনের আলো তাঁদেরই নিয়ে আসতে হবে
ইউনেসকো ১৯৯৪ সাল থেকে অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালন করার ঘোষণা দেয় শিক্ষকদের সম্মান স্বীকৃতি জানানোর জন্য বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয় বিশ্ব শিক্ষক দিবসে তাই সব শিক্ষককে এই শপথ নিতে হবে, রাষ্ট্র যাই করুক, সমাজ যাই করুক আমরা স্রোতে গা ভাসিয়ে দিতে পারি না

নূর মোহাম্মদ কলেজে ২০১৯ সনে স্কুল শাখায় ভর্তির বিজ্ঞপ্তি


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে ২০১৮ শিক্ষাবর্ষে  স্কুল শাখায় বিভিন্ন শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ প্রতিষ্ঠানে ভর্তির জন্য ১৯/১১/২০১৭ তারিখ থেকে ৩০/১১/২০১৭ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। 

কলেজের ওয়েবসােইটে গিয়ে ভর্তি বিডি ডট কম সাইটের মাধ্যমে অনলােইন আবেদন সম্পন্ন করতে হবে।  

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ-এর ওয়েবসাইট: 

এখানে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। 





নিচে ভর্তির বিজ্ঞপ্তি দেখুন:

২০১৮ সনের এসএসসি পরীক্ষার সময়সূচি

আন্তঃ শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপ-কমিটি ও পরীক্ষা নিয়ন্ত্রক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যামিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২২ নভেম্বর ২০১৭ তারিখে ২০১৮ সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী সকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন।


 ২০১৮ সনের এসএসসি বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি, ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এবং সেই সঙ্গে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য বিশেষ নির্দেশাবলি রয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।



এসএসসি পরীক্ষা ২০১৮ রুটিন
এসএসসি পরীক্ষা ২০১৮ রুটিন












রউফিয়ানস রিদম বই মেলা সংকলনের জন্য লেখা আহ্‌বান



‘রউফিয়ানস রিদম’ একুশে বই মেলা সংকলনের জন্য লেখা আহ্‌বান করা হয়েছে। 

লেখা পাঠানোর জন্য ইমেইল ঠিকানা: roufiansrhythm@gmail.com

রউফিয়ানস রিদম পরিবার
রিদম পরিবার,  একুশে বইমেলা - ২০১৫

প্রতিবছরের মত ২০১৮ সনের বাংলা একাডেমি আয়োজিত ঢাকার একুশে বইমেলায় রউফিয়ানদের প্রিয় সাময়িকী রউফিয়ানস রিদম প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে। এক্স-রাইফেলস, সাবেক-বর্তমান রউফিয়ানদের খবরাখবর, স্মৃতি-প্রীতি-সম্প্রীতি আর সৃজনশীলতার প্রকাশ-প্রসারকে কেন্দ্র করেই এ উদ্যোগ। রউফিয়ানদের খবরাখবর, স্মৃতিচারণ, কৃতিত্ব, লেখালেখি, আঁকাআঁকি, সৃজন, নির্মান সবকিছুই এ সংকলনে স্থান পাবে। সৃজনশীল লেখক-সাহিত্যিকদের লেখাও যথাযোগ্য মর্যাদায় স্থান পাবে ‘রউফিয়ানস রিদম’-এ।  

আগ্রহীদেরকে আগামী ২০ জানুয়ারি ২০১৮ তারিখের মধ্যে ইমেল করে লেখা পাঠাতে অনুরোধ করা যাচ্ছে। ইমেইল ঠিকানা: roufiansrhythm@gmail.com

রউফিয়ানস রিদম-এর সাথে সংশ্লিষ্ট যারা তারাও লেখা সংগ্রহ করে সরাসরি প্রধান সম্পাদক, সহকারী অধ্যাপক আকমল হোসেন খোকন-এর নিকট পৌঁছে দিতে পারেন। 



দৃষ্টি আকর্ষণ 

আমাদের সাইট-এর জন্য ডিজাইনার, ডেভেলপার, কনটেন্ট ক্রিয়েটর, আর্টিকেল রাইটার,  ফটোগ্রাফার, এডিটর প্রয়োজন।

 রউফিয়ান বা আগ্রহী যে কেউ যোগাযোগ করুন।

            যোগাযোগের জন্য ইমেইল ঠিকানা:

                      roufiansrhythm@gmail.com         

                                   







ভর্তি বিজ্ঞপ্তি -২০১৮ অনলাইনে আবেদন করুন

২০১৮ সনের স্কুল ভর্তি বিজ্ঞপ্তি ও 

আবেদনের লিংক


২০১৮ সনে স্কুল শাখায় বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমেই বিভিন্ন শ্রেণিতে নতুন শিক্ষার্থী করা হবে। বাংলা মাধ্যমে কেজি, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ ও নবম শ্রেণিতে শিক্ষার্থী  ভর্তি করা হবে আর  ইংলিশ ভার্সনে নেয়া হবে নার্সারি, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও সপ্তম শ্রেনিতে। কলেজ ওয়েব সাইটে বাংলা ও ইংরেজি মাধ্যমে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য বিস্তারিত তথ্য জানা যাবে ও অনলাইনে আবেদন করা যাবে।

হেল্প ডেস্ক: ০১৮৩১৮৩০৫৯৭, ০২৫৮৬১৬৪৪৮

অনলাইনে আবেদন করার জন্য

এখানে ক্লিক করুন




রাইফেলস থেকে রউফিয়ানস অতপর রিদম




রউফিয়ান

দেশের সীমান্ত রক্ষায় নিয়োজিত বাহিনী তৎকালীন নাম ছিল বাংলাদেশ রাইফেলস। এ বাহিনীর তৃণমূল পর্যায়ের একটা প্রতিষ্ঠান রাইফেল উচ্চ বিদ্যালয় বা বাংলাদেশ রাইফেলস স্কুল আরো পরে বাংলাদেশ রাইফেলস স্কুল ও কলেজ কিংবা বাংলাদেশ রাইফেলস কলেজ-ই পরবর্তীতে এই বাহিনীর কৃতী বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফের নামে নামধারণ করেছে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ রাইফেলস কলেজ হিসেবে।

বলাই বাহুল্য, দেশের সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত এই সংস্থাটির নাম বদলে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ হওয়ার পর আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির নাম শেষবারের মতো বদলে দাঁড়ায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এ। কেউ কেউ শর্ট ফর্মে শুধুই রউফ কলেজ বলেন শুনেছি। আর মুন্সী আব্দুর রউফকে ঘিরেই আজকের রউফিয়ান জেনারেশন। 

রাইফেলস থেকে রউফিয়ানস হওয়ার ইতিহাস মূলত এতোটুকুই। রউফিয়ানস এখন ডিবেটে, সায়েন্স ক্লাবে, বিএনসিসি-তে, পাবলিক পরীক্ষায়, টুইটার-ফেসবুক গ্রুপে, পেজ-এ, টি-শার্টে ; রউফিয়ানস আজকের আবেগ, অনুভূতি, প্রেম, ঈর্ষা ... সব।

তাদের ভাললাগা, মন্দলাগা, কাতরতা-আস্ফালন আর স্বপ্নচর্যা-বুনন-বৃত্তান্ত তো আসলে তাদের হৃদস্পন্দনের অনুবাদ হয়েই দৃশ্যমান হয় পাদপ্রদীপের আলোয়। হয়তো তাই রউফিয়ানস  রিদম। এর মধ্যে ২০১৪-এর ১ জানুয়ারি আমাদের ৩০ বছর পূর্তি হয়েছে। সেদিন আমরা ৩০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মিয়া মো. মনিরুজ্জামান স্যারের জন্মদিনও পালন করেছিলাম। আর ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ৩ ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করেছি ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনি। বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক, যিনি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান-ও, মেজর জেনারেল আজিজ আহমেদ, পিএসসি, জি, বিজিবিএম প্রধান অতিথি হয়ে এসেছিলেন সেই কাক্সিক্ষত অনুষ্ঠানে। সাড়ে তিন হাজার অডিয়েন্সের সামনে তিনি কয়েকটি উপহার তুলে দিয়েছেন আমাদের। তার একটি ‘প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তন। বাংলাদেশের অধিকাংশ বৃহদায়তনের প্রতিষ্ঠানেও যা দুর্লভ, বিশ্বমানের এই মিলনায়তনটি ছিল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যারের একটি স্বপ্ন। আর তাঁর মৃত্যুর পর তাঁর নামে এর নামকরণ হবে- এটা ছিল প্রতিটি ছাত্র-ছাত্রি-শিক্ষক তথা আমাদের সবার স্বপ্ন। তিনি আরেকটি উপহার দিয়েছেন- স্নাতক শ্রেণি পুনরায় চালুকরণের সিদ্ধান্ত দিয়ে। ডিজি স্যারকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর যোগ্যতা আমাদের নেই। তাঁর জন্য অন্তরোৎসারী প্রার্থনা বইছে নিরন্তর।

এই প্রথমবারের মতো প্রথম থেকে শেষ ব্যাচ পর্যন্ত সবকয়টি ব্যাচকে নিয়ে পুনর্মিলনি করতে পেরেছি আমরা- এটা অনেক বড় একটা আত্মপ্রসাদও বটে। কিন্তু প্রত্যাশিত-কাঙ্ক্ষিত অনেককে দেখতে পাই নি, সেটা তারচে-ও বড় বিষাদ। আমরা তখন একটা সংকলন করতে চেয়েছিলাম। ভেবেছিলাম তাতে প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী-স্টাফরা লেখা ও ছবিতে পরিব্রাজ্য হবেন। অনেক দিক সামাল দিতে গিয়ে এটি আর সেভাবে হয়ে ওঠে নি। 



পরে ২০১৫ সালের একুশে বইমেলায় সে স্বপ্ন পূরণ হয় রউফিয়ানস রিদম-এর প্রিন্ট সংস্করণ প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে। ৩০ বছর পূর্তি  অনুষ্ঠানের আয়োজক এক্স-রাইফেলস ও উদ্যোগী শিক্ষকদের কয়েকজন মিলে  রউফিয়ানস রিদম প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, বর্ত মান-সাবেক রউফিয়ানস সকলে এটিকে দারুনভাবে স্বাগত জানায়। রউফিয়ানস রিদম-এর সাংবাৎসরিক প্রকশনা অব্যাহত আছে এবং আরো এক ধাপ এগিয়ে এখন রউফিয়ানস রিদম ওয়েবে। 



 লেখা, ছবি, ভিডিও, অ্যাপস, টিউটোরিয়াল বা যে কোন সৃজনশীল কনটেন্ট পাঠাতে পারেন যে কেউ।

আমাদের ইমেইল: ROUFIANSRHYTHM@GMAIL.COM


ফেসবুক পেজ: HTTPS://WWW.FACEBOOK.COM/ROUFIANSRHYTHM/
















এইচএসসি বোর্ড পরীক্ষার ফলাফল-২০১৭

২০১৭ সনের এইচএসসি বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এখানে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-েএর বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের বিস্তারিত ফলাফল দেয়া হলো: 


এবছর এ কলেজে বিজ্ঞান বিভাগে মোট ৯২৭ জন, ব্যবসায় শিক্ষায় ৫২৪ জন এবং মানবিকে ২২৬ জন পরীক্ষার্থী ছিল। 
সকল বিভাগে সর্বমোট ১৬৬২ জন পরীক্ষার্থী ছিল। উত্তীর্ণ হয়েছে ১৬৩৭ জন। জিপিএ ফাইভ ২৬৮ জন। 
নিচে বিস্তারিত ফলাফল: 












o. of Total Students:1662, Passed: 1637, GPA 5: 268 

Science Group:
128297[4.00] 128298[4.58] 128299[4.50] 128300[5.00] 128301[5.00] 128302[5.00] 128303[4.50] 128304[5.00] 128305[4.58] 128306[5.00] 128307[5.00] 128308[5.00] 128309[5.00] 128310[4.75] 128311[5.00] 128312[4.25] 128313[4.83] 128314[5.00] 128315[5.00] 128316[5.00] 128317[4.17] 128318[4.67] 128319[5.00] 128320[4.92] 128321[4.92] 128322[4.42] 128323[4.58] 128324[4.17] 128325[4.25] 128326[4.00] 128327[5.00] 128328[4.92] 128329[4.83] 128330[4.92] 128331[.........[4.17] 129212[4.17] 129213[3.67] 129214[3.50] 129215[3.83] 129216[3.50] 129218[4.25] 900636[4.08] 901744[3.67] 902308[4.00] =913
128334[F1 ] 128404[F1 ] 128507[F2 ] 128518[F1 ] 128536[F2 ] 128619[FAIL] 128627[F1 ] 128688[F1 ] 128762[ABS.] 128943[F1 ] 129122[ABS.] 129217[FAIL] 129219[F1 ] 129220[FAIL] =14 


BUSINESS STUDIES
524630[3.92] 524631[3.58] 524632[4.33] 524633[4.83] 524634[4.00] 524635[4.50] 524636[4.42] 524637[4.42] 524638[4.08] 524639[3.83] 524640[4.42] 524641[4.00] 524642[4.08] 524643[3.75] 524644[4.33] 524645[4.08] 524646[4.00] 524647[3.92] ......... 525128[4.50] 525129[4.17] 525130[3.92] 525131[4.00] 525132[3.92] 525133[2.83] 525136[3.75] 525137[3.67] 525139[3.50] 525140[4.25] 525141[3.67] 525142[3.83] 525143[3.67] 525144[3.33] 525145[3.83] 525146[3.67] 525147[3.67] 900637[4.17] 900638[3.58] 902469[3.50] 903132[3.58] 903133[4.00] 903134[3.33] 903135[4.00] 903136[4.00] =518
524814[F2 ] 524990[ABS.] 525082[ABS.] 525134[F1 ] 525135[F1 ] 525138[F1 ] =6 


HUMANITIES
307790[3.75] 307791[4.25] 307792[4.00] 307793[4.00] 307794[3.67] 307795[3.75] 307796[4.83] 307797[4.25] 307798[4.17] 307799[3.83] 307800[4.42] 307801[3.42] 307802[4.67] 307803[3.83] 307804[3.50] 307805[3.33] 307806[3.17] 307807[4.08] 307808[3.83] 307809[4.58] 307810[3.58] 307811[3.50] 307812[3.83] 307814[4.17] 307815[3.17] 307816[3.42].........307993[3.75] 307994[4.42] 307995[3.75] 307996[4.00] 307997[3.50] 307999[4.33] 308000[2.42] 308003[2.75] 308004[3.00] =206
307813[F1 ] 307887[F1 ] 307901[ABS.] 307907[F1 ] 307914[F1 ] 307980[F1 ] 307998[F1 ] 308001[F1 ] 308002[FAIL] 308005[F1 ] =10







বিস্তারিত ফলাফল  সম্পাদিত।