স্মৃতি- স্বীকারোক্তি


মেঘে মেঘে গড়িয়ে গেল অনেক বেলা। বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ এখন ৩০ বছরের পরিপূর্ণ যুবক। আজ থেকে প্রায় ১৬ বছর আগের এক কিশোর রাইফেল্্স স্কুল ও কলেজের সাথে প্রথম মিতালি। যাঁর প্রণোদনায় আমরা এ প্রাঙ্গণে মিলেছিলাম তিনি আমাদের সবার প্রিয় অধ্যক্ষ মিয়া মো. মনিরুজ্জামান স্যার। পিতৃসম শ্রদ্ধেয় স্যারের সুচারু দিক নির্দেশনায়, তাঁর আদরে-শাসনে বেড়ে উঠেছিলাম আমরা। যার নির্যাস ছড়িয়েছিলাম কিশলয়দের। তাদের অনেকে এখন বৃক্ষ। ভাবতে ভালো লাগে আজ এতো বিশাল এর পরিধি।

স্কুলে ডে-শিফটে ছাত্র -পেটাতে যাঁরা ছিলেন ওস্তাদ, নিঃসন্দেহে আমি তাঁদেরই একজন। এখনো অনেক পুরনো ছাত্র দেখা হলেই বলে ওঠে, ম্যাডাম আপনার লাল বেতটা কই? ... আমি যখন student ছিলাম তখন আমার ঐকান্তিক ইচ্ছা ছিল যে ছাত্রদের পিটিয়ে পিটিয়ে ব্যাকরণ শেখাবো। তার যথার্থ প্রাপ্তি ঘটলো এ স্কুলে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রদের পড়িয়ে। কত দুষ্টু ছাত্র যে পেলাম জীবনে! মার-টার খেয়ে কেমন করে যেন তারাই আবার প্রিয় হয়ে যেত। ছেলেরা আড়ালে আমাকে ‘রাখাল ম্যাডাম’ বলতো। কেননা আমিই ওদের বলতাম, তোরা সব গরু-ছাগল আর আমি তোদের চরাই, সুতরাং...।