মনে
পড়ে, খুবই মনে পড়ে। স্মৃতির কোঠায় জ্বল-জ্বল করে জাগরিত। মনে পড়ে আজ থেকে ৩০ বছর আগে
পিলখানার এই সবুজ চত্বরে এক মাহেন্দ্রক্ষণে, অনাড়ম্বর পরিবেশে যাত্রা শুরু তৎকালিন
বাংলাদেশ রাইফেল্স হাই স্কুল বর্তমানের এই বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের।
বাংলাদেশ রাইফেল্স-এর তৎকালিন মহাপরিচালক র.আ.ম. গোলাম
মোক্তাদির প্রাথমিক শিক্ষা শেষে বিশেষ করে বিডিআর সন্তানদের শিক্ষার কথা বিবেচনায় রেখে
হাই স্কুল প্রতিষ্ঠার গুরুত্ব অনুভব করেন। এক্ষেত্রে তৎকালিন বিডিআরের এক শহীদ সদস্যের
সন্তান জাকির হোসেন মিলন ও তার বন্ধুরা মাননীয় মহাপরিচালকের কাছে হাই স্কুল প্রতিষ্ঠার
নিবেদন জানালে তিনি সানন্দে হাই স্কুল প্রতিষ্ঠার অনুমতি প্রদান করেন।
বাংলাদেশ রাইফেল্স-এর তৎকালিন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার আইনুদ্দিন স্যার ও পরিচালক, যোগাযোগ
কর্নেল মকবুল হায়দার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করায় যাত্রা শুরু হয় রাইফেল্স হাই স্কুলের।
সময়টি ছিল ১৯৮৪ সাল। মাঠের একপাশে তাবু ঘেরা ছাউনিতে শুরু হয় প্রথম ক্লাস। প্রথম শিক্ষক
হয়ে আসেন সহকর্মী এমডি মহিউদ্দিন স্যার। সেই থেকে পথ চলা শুরু।
ষষ্ঠ
থেকে নবম শ্রেণি পর্যন্ত মাত্র ১৫০ জন শিক্ষার্থী এবং ১১ জন শিক্ষক নিয়ে আনুষ্ঠানিকভাবে
বিদ্যালয়টির গোড়াপত্তন হয়। ১ জানুয়ারি ১৯৮৪ থেকেই জুনিয়র হাই স্কুল হিসেবে স্বীকৃতি
লাভ করে এবং একবছরের মধ্যেই এটি হাই স্কুল হিসেবে স্বীকৃতি পায়। ১৯৮৬ সালে ২৩ জন ছাত্র-ছাত্রী
বিজ্ঞান ও মানবিক শাখায় প্রথমবারের মত এসএসসি পরীক্ষায় অংশ নেয়-এরপর থেকেই ইতিহাসের
যাত্রা শুরু হয়।
