আমাদের শিক্ষা, আমাদের শিক্ষক

ফারুক সুমন
কবি, প্রাবন্ধিক
প্রভাষক, বাংলা বিভাগ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা



পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন ব্যক্তিকে মূল্যায়ন করা হয় অর্থ, ক্ষমতা এবং পদবির মানদণ্ডে। আপনি যতো বেশি অর্থের মালিক কিংবা আপনি যতো বড় পদবিধারী হবেন, সমাজে আপনার সম্মান এবং গ্রহনযোগ্যতা ততো বেশি। সেই বিবেচনায় আমদের দেশে শিক্ষকদের অবস্থান কতটা সম্মানজনক অবস্থায় আছে সহজেই অনুমান করা যেতে পারে। দাবী করা হয়, বিশ্ব এখন সভ্যতার চরম উৎকর্ষের সীমানায় অবস্থান করছে। হ্যাঁ, সভ্যতা যদি হয় বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার, তবে হয়তো ঠিক আছে। কিন্তু এই সভ্য সমাজে মানবতা কিংবা মূল্যবোধের বিবেচনায় মানবিক বিশ্ব সেভাবে উন্নতি লাভ করে নি। যদি তেমনটি হতো, তবে সভ্যতা বিনির্মাণে যে শিক্ষকেরা শিক্ষার আলো জ্বেলেছেন। তাদের নিয়ে অন্তত এদেশে বছর জুড়ে লাঞ্চনা বঞ্চনার অশ্রুসিক্ত ইতিহাস লিখতে হতো না। প্রাথমিক থেকে শুরু করে প্রত্যেক স্তরের শিক্ষকের মনে অসন্তোষ, হতাশা। এই অসন্তোষ কিংবা হতাশা নিয়ে আর যা- হোক মানসম্মত শিক্ষা (কোয়ালিটি এডুকেশন) নিশ্চিত হবে না।