বলাই বাহুল্য, দেশের সীমান্ত রক্ষার পবিত্র দায়িত্বে নিয়োজিত এই সংস্থাটির নাম বদলে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ হওয়ার পর আমাদের প্রিয় প্রতিষ্ঠানটির নাম শেষবারের মতো বদলে দাঁড়ায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ-এ। কেউ কেউ শর্ট ফর্মে শুধুই রউফ কলেজ বলেন শুনেছি। আর মুন্সী আব্দুর রউফকে ঘিরেই আজকের রউফিয়ান জেনারেশন।
রাইফেলস থেকে রউফিয়ানস হওয়ার ইতিহাস মূলত এতোটুকুই। রউফিয়ানস এখন ডিবেটে, সায়েন্স ক্লাবে, বিএনসিসি-তে, পাবলিক পরীক্ষায়, টুইটার-ফেসবুক গ্রুপে, পেজ-এ, টি-শার্টে ; রউফিয়ানস আজকের আবেগ, অনুভূতি, প্রেম, ঈর্ষা ... সব।
তাদের ভাললাগা, মন্দলাগা, কাতরতা-আস্ফালন আর স্বপ্নচর্যা-বুনন-বৃত্তান্ত তো আসলে তাদের হৃদস্পন্দনের অনুবাদ হয়েই দৃশ্যমান হয় পাদপ্রদীপের আলোয়। হয়তো তাই রউফিয়ানস রিদম। এর মধ্যে ২০১৪-এর ১ জানুয়ারি আমাদের ৩০ বছর পূর্তি হয়েছে। সেদিন আমরা ৩০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মিয়া মো. মনিরুজ্জামান স্যারের জন্মদিনও পালন করেছিলাম। আর ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে ৩ ব্যাপী অনুষ্ঠানমালার মাধ্যমে উদযাপন করেছি ৩০ বছর পূর্তি ও পুনর্মিলনি। বর্ডার গার্ড বাংলাদেশের মাননীয় মহাপরিচালক, যিনি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান-ও, মেজর জেনারেল আজিজ আহমেদ, পিএসসি, জি, বিজিবিএম প্রধান অতিথি হয়ে এসেছিলেন সেই কাক্সিক্ষত অনুষ্ঠানে। সাড়ে তিন হাজার অডিয়েন্সের সামনে তিনি কয়েকটি উপহার তুলে দিয়েছেন আমাদের। তার একটি ‘প্রিন্সিপাল মনিরুজ্জামান মিলনায়তন’। বাংলাদেশের অধিকাংশ বৃহদায়তনের প্রতিষ্ঠানেও যা দুর্লভ, বিশ্বমানের এই মিলনায়তনটি ছিল প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যারের একটি স্বপ্ন। আর তাঁর মৃত্যুর পর তাঁর নামে এর নামকরণ হবে- এটা ছিল প্রতিটি ছাত্র-ছাত্রি-শিক্ষক তথা আমাদের সবার স্বপ্ন। তিনি আরেকটি উপহার দিয়েছেন- স্নাতক শ্রেণি পুনরায় চালুকরণের সিদ্ধান্ত দিয়ে। ডিজি স্যারকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানানোর যোগ্যতা আমাদের নেই। তাঁর জন্য অন্তরোৎসারী প্রার্থনা বইছে নিরন্তর।
এই প্রথমবারের মতো প্রথম থেকে শেষ ব্যাচ পর্যন্ত সবকয়টি ব্যাচকে নিয়ে পুনর্মিলনি করতে পেরেছি আমরা- এটা অনেক বড় একটা আত্মপ্রসাদও বটে। কিন্তু প্রত্যাশিত-কাঙ্ক্ষিত অনেককে দেখতে পাই নি, সেটা তারচে-ও বড় বিষাদ। আমরা তখন একটা সংকলন করতে চেয়েছিলাম। ভেবেছিলাম তাতে প্রাক্তন-বর্তমান শিক্ষক-শিক্ষার্থী-স্টাফরা লেখা ও ছবিতে পরিব্রাজ্য হবেন। অনেক দিক সামাল দিতে গিয়ে এটি আর সেভাবে হয়ে ওঠে নি।
পরে ২০১৫ সালের একুশে বইমেলায় সে স্বপ্ন পূরণ হয় রউফিয়ানস রিদম-এর প্রিন্ট সংস্করণ প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে। ৩০ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজক এক্স-রাইফেলস ও উদ্যোগী শিক্ষকদের কয়েকজন মিলে রউফিয়ানস রিদম প্রকাশ করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, বর্ত মান-সাবেক রউফিয়ানস সকলে এটিকে দারুনভাবে স্বাগত জানায়। রউফিয়ানস রিদম-এর সাংবাৎসরিক প্রকশনা অব্যাহত আছে এবং আরো এক ধাপ এগিয়ে এখন রউফিয়ানস রিদম ওয়েবে।